Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদসহ তরুণ আটক

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

জেলার লালপুরে দেশি-বিদেশি মদ ও মদ তৈরির উপকরণসহ মানিক হোসেন (২৪) নামের একজনকে আটক করেছে র‌্যাব।

গত সোমবার রাতে উপজেলার লালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মানিক হোসেন বালিতিতা ইসলামপুর এলাকার মৃত ডা. আমিরুল ইসলামের ছেলে। র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মাসুদ রানা আটকের সত্যতা নিশ্চত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে লালপুর বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ২লিটার ৬৭৫ গ্রাম বিদেশি মদ, ৭ লিটার দেশিয় প্রস্তুতকৃত চোলাই মদও ৭৫ বোতল মদ তৈরির উপকরণ জব্দসহ হাতেনাতে মানিককে আটক করা হয়।

এসময় তার ব্যবহৃত মোবাইল ও মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত মদ বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে মানিক হোসেন। তার বিরুদ্দে লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ