রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। নিহত ওই যুবকের নাম মিসেল বেপারী (২০)। সে উপজেলার পলাশপুর গ্রামের সৌদি প্রবাসী মহিউদ্দিন বেপারী ছেলে। গত সোমবার রাত ৮ টার দিকে পুলিশ নিহত যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, নিহত মিসাল ঢাকা জেলার তার এক নিকট আত্মীয়র সাথে প্রেম করে আসছিলো। স¤প্রতি প্রেমের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে এ নিয়ে মিসেলের সাথে তার প্রেমিকার পরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরেই মিসাল আত্মহত্যা করতে পারে বলে মিসেলের ওই আত্মীয় জানান। এলাকাবাসীর ধারণা মোবাইলে কারো সাথে কথা বলতে বলতে সে আত্মহত্যা করছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।