Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্ব মহামারি প্রস্তুতি দিবসে এনডিএফের বিবৃতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস গত রোববার পালিত হয়েছে। দিবসটি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত করেছে। দিবসটি উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি ডা. একেএম ওয়ালীউল্লাহ্ এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তারা বাংলাদেশে করোনা মহামারীতে সকল চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অভিনন্দন জানান এবং এ কাজ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। নেতৃদ্বয় করোনা মোকাবিলায় শহীদ চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের জন্য ঘোষিত প্রণোদনা অতিদ্রুত প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। জটিল করোনা রুগীদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সরকারি এবং বেসরকারি পর্যায়ে অ্যাম্বুলেন্স সার্ভিস আরো সুলভ করার ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন তারা।
তারা বলেন, বাংলাদেশে করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কার বিস্তৃতিতেও আমাদের চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা যে অবদান রাখছেন জাতি চিরদিন তাদের মনে রাখবে। রোগটি ভয়াবহ জেনেও চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা তাদের দায়িত্ব থেকে একচুল পিছিয়ে যাননি, সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিবৃতিতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, সাধারণ মানুষের করোনা চিকিৎসার সকল ব্যয়ভার সরকারী তহবিল থেকে বহন করুন। চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করুন এবং সরকারী হাসপাতালে আইসিইউ সেবার জন্য ভেন্টিলেটরসহ অন্যান্য জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহ করুন। জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির উদ্যোগ গ্রহণ করারও আহবান জানানা তারা। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখাসহ এ বিষয়ক আরো ব্যাপক প্রচারণার চালানোর দাবি করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ