Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক্তারদের ওপর হামলা গ্রেফতার দাবিতে ধর্মঘট

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও সদর থানার ওসিকে প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে ২য় দিনেরমতো ধর্মঘট পালন করছে হাসপাতালটির চিকিৎসকরা। জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের ধর্মঘটকে সমর্থন জানিয়ে ঘোষণা ছাড়াই চিকিৎসা সেবা বন্ধ রেখেছে জেলার বেসরকারি হাসপাতালগুলো। এছাড়া চিকিৎসা সেবা বন্ধ রেখেছে জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিকগুলো।

সরেজমিনে গতকাল সোমবার হাসপাতালে দেখা যায়, জরুরি বিভাগের চিকিৎসা সেবা অব্যাহত থাকলেও বহির্বিভাগে কোনো চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী না থাকায় ভুত‚ড়ে পরিবেশ তৈরি হয়েছে। হাসপাতালে এসে চিকিৎসক না পেয়ে ফেরত যাচ্ছেন শতশত রোগী ও তাদের স্বজনরা। যার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার কয়েক হাজার রোগীকে।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, গত শুক্রবার দুপুরে একজন নারী রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা হাসপাতালের কর্মরত চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর মারধর করে। এ ছাড়া জরুরি বিভাগের সরকারি সম্পত্তি বিনষ্ট করে। এ ঘটনায় পুলিশ ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্যাতন করে এবং জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমানকে শারীরিকভাবে লাঞ্চিত করে। এ সময় একজন চিকিৎসক ও ৭ জন ইন্টার্ন চিকিৎসককে পুলিশ আটক করে। পরে তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনার প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক মকলেছুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তিনি আরো বলেন, শুধু বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ। কিন্তু অন্তবিভাগ এবং জরুরি বিভাগ চালু রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ