Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খড়ের পালায় আগুন

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের তিনটি খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে তাড়াশ পৌর এলাকার আসান বাড়ি গ্রামের আব্দুস ছাত্তারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সব খড় পুড়ে একেবারে ছাঁই হয়ে গেছে।

আব্দুস ছাত্তারের ছেলে কৃষক সাহালম বলেন, চারদিকে গো-খাদ্যে সঙ্কট চরমে।

কদিন আগে ৪৬ হাজার টাকার খড় কিনেছি। দুর্বৃত্তের আগুনে কেনা খড়ের সাথে বাড়ির খড়ও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এ কান্ড ঘটিয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ