Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় আক্রান্ত ১৪, সুস্থ ২৮, মৃত্যু নেই

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ২:১৪ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৮ জন সুস্থ হয়েছেন সিলেট বিভাগে। নতুন সুস্থদের মধ্যে সিলেট ২১, হবিগঞ্জে ২ এবং মৌলভীবাজারের ৫ জন। সব মিলিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন সিলেট ৮ হাজার ৬৩৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৫৫ জন, হবিগঞ্জে ১৫৯৭ জন এবং মৌলভীবাজারের ১৭৪১ জন। একই সময়ে আরও ১৪ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৭ জন। এরমধ্যে সিলেট ৯ হাজার ৯১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫০৮, হবিগঞ্জে ১ হাজার ৯৫২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তে মারা যাননি কেউ। তবে সোমবার পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬২ জন। এরমধ্যে সিলেট ১৯৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন। সোমবার (২৮ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৫২ জন আছেন চিকিৎসাধীন। এর মধ্যে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে, বাকিরা হাসপাতালে ভর্তি আছেন উপসর্গ নিয়ে। অন্যদিকে গত ১০ মার্চ থেকে সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভাগে ২২ হাজার ২৭৭ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ২২ হাজার ৮ জনকে দেয়া হয়েছে ছাড়পত্র। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৬৯ জন বিভাগে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ