বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর পুঠিয়া ও কাটাখালি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সকাল ৮ টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ভোট কেন্দ্রের শৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছে । এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
তবে বরাবরের মতই ভোটের প্রতিদ্বদিœতা হবে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতীক নৌকা আর বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থীদের মধ্যে। প্রার্থীরা ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রচার শেষ করেছেন। বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাহী ও বিচারিক হাকিমরাও মাঠে রয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপি, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থীরা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব পৌর এলাকায়। পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীও।
এবার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন।
এদিকে, রাজশাহীর কাটাখালি পৌরসভায় এবার আ’লীগের নৌকা প্রতীকে দলীয় প্রার্থী রয়েছেন আব্বাস আলী, বিএনপির সিরাজুল হক ও জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমান। ইতিমধ্যেই সকল প্রচার-প্রচারণা শেষ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।