Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরকান্দায় অপহৃত শিশু ভাঙ্গায় উদ্ধার

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দা থেকে অপহৃত শিশু মাদ্রাসা ছাত্র মো. হেদায়েতুল্লাহকে (১০) ভাঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের চতুর্থ দিনে আজ সোমবার সকালে নগরকান্দা থানা পুলিশ তাকে উদ্ধার করে।
এ সময় অপহরণকারী মো. রুবেল খন্দকারকে আটক করা হয়। মো. রুবেল আশফরদী গ্রামের মৃত মো. মোশাররফ হোসেনের ছেলে।
অপহৃত হেদায়েতুল্লা নগরকান্দার আশফরদী গ্রামের কামাল খন্দকারের ছেলে ও কাসিমুল উলুম মাদ্রাসার মক্তবের শিক্ষার্থী।
নগরকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক সুকান্ত দত্ত জানান, গত ১৪ জানুয়ারি ওই ছাত্রকে মাদ্রাসার সামনে থেকে দুই যুবক জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে হদায়েতুল্লাহর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ১৭ জানুয়ারি অপহৃতের বাবা কামাল খন্দকার নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ দেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণ চক্রের সদস্য রুবেলকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ