Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শেরপুরে কোভিড-১৯ শনাক্তে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৯:২৬ পিএম

শেরপুরে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত করতে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধন করেন সিভিল সার্জন আনওয়ারুর রউফ।

সিভিল সার্জন এম আনওয়ারুর রউফ জানান, আজ পর্যন্ত জেলায় ৫৫৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫২০ জন সুস্থ হয়েছেন। আর ১২ জনের মৃত্যু হয়েছে।
এখন থেকে কোভিড-১৯ সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহের পর মাত্র ৩০ মিনিটের মধ্যেই ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা জানা যাবে। করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ার প্রথম থেকে সপ্তম দিনের মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড বুথে উপস্থিত হয়ে যে কেউ নমুনা দিতে পারবেন।

অ্যান্টিজেন পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২৫০টি কিট দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. হাফিজুর রহমান বলেন, আজ অ্যান্টিজেন পরীক্ষার জন্য ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে তাঁদের সবার করোনা নেগেটিভ ফল এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ