Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পথ চলতে এলাকাবাসীর দুর্ভোগ

পটিয়া জিরি-কোটারপাড়া সড়ক

পটিয়া (চট্টগ্রাম) থেকে এস. কে. এম নুর হোসেন | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত কোটারপাড়া সড়কের বেহাল দশায় এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় ইউপি সদস্যের উদাসিনতা এবং ইউপি চেয়ারম্যানের কোন নজর না থাকায় দীর্ঘদিন ধরে এ সড়কটি সংস্কারহীন হয়ে পড়ে আছে। সরেজমিনে জানা যায়, কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত চাঁনখালী খালের কোলঘেষে কোটারপাড়া গ্রামটি অবস্থিত।

এ কোটার পাড়ায় প্রায় ৪/৫শ’ পরিবারর বসবাস। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অবস্থিত ভেল্লাপাড়া ব্রিজের উত্তর পাশে কোটাপাড়া এলাকার লোকজন অধিকাংশ শ্রমজীবী। নদীপাড়ের এ লোকেরা এমনিতে বিভিন্নভাবে অবহেলিত, সে সাথে যোগাযোগ মাধ্যম একমাত্র সড়কটি সংস্কারবিহীন থাকায় তাদের সমস্যার অন্ত নেই। শুষ্ক মৌসুমে কোন রকম চলাফেরা করলেও বর্ষা এলেই দুভোর্গ চরমভাবে বৃদ্ধি পায়। বর্ষার সময় চাঁনখালী নদীর জোয়ারের পানিতে ডুবে যায় পথঘাট। অনেক স্থানে রাস্তা পুকুরের সাথে বিলিন হয়ে গেছে। একদিকে হাটুঁ -কোমর সমান পানি অন্যদিকে ভাঙাচোরা সড়ক, এতে শ্রমজীবী লোকজন সহজে ঘর থেকে বের হতে পারে না। এতে কাজে যাওয়া কিংবা আহারের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ি মাদরাসা, কেজিস্কুল, নুরানী মাদরাসায় পড়–য়া কোমলমতি শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনা। এছাড়াও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে বিপাকে পড়ে। শ্রমজীবী, চাকরিজীবী মানুষজন কজে-কর্মে যেতে নিয়মিত বাঁধাগ্রস্ত হচ্ছেন। এলাকাবাসী জানায়, তাদের ওয়ার্ডের ইউপি সদস্যকে গত ৫ বছরে এলাকায় দেখেননি। এছাড়া জরুরি কোনো প্রয়োজনে ইউপি চেয়ারম্যানকে বার বার মোবাইল ফোন করলেও তিনি কল রিসিভ করেন না।

এ ব্যাপারে জিরি ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভোলা জানান, ২০১২ সালে তিনি সিঙ্গেল ব্রিক সলিং এর ব্যবস্থা করেছেন এবং দুটি স্থানে রিটানিং ওয়াল দিয়েছেন। পরবর্তী কি হয়েছে আমি জানি না। কোটারপাড়া সড়কের বর্তমান অবস্থা দেখে স্থানীয় মেম্বার রির্পোট করলে তিনি সংস্কারের ব্যবস্থা নেবেন বলে জানান। জিরি ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হোসেন জানান, তিনি কিছুদিন ধরে অসুস্থ থাকায় লোকজনের সাথে ঠিকমত যোগাযোগ করতে পারছে না। এ ব্যাপারে জিরি কোটারপাড়া উন্নয়ন ঐক্য পরিষদ প্রবাসী সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ আবু ছালেহ জানান, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি পটিয়ার আনাচে-কানাচে উন্নয়ন করছে। মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু তাদের কোটারপাড়া সড়কের ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিগণ প্রকল্প না দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। কোটারপাড়া সড়ক সংস্কার করে দুর্ভোগ লাঘবের জন্য তিনি হুইপের হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ