রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর জলঢাকায় কাপড় ব্যবসায়ী শাহ আরিফ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গত শনিবার দুপুরে উপজেলা শহরের জিরো পয়েন্ট মোড়ে কাপড় ব্যবসায়ী সমিতির ব্যানারে এই মানববন্ধন করে। বক্তারা সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে দ্রæত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের দাবি করেন তারা।
আরিফ চৌধুরীর বড় ভাই আবু বক্কর চৌধুরী বলেন, হত্যার উদ্দেশ্যই আমার ভাইয়ের ওপর বর্বরোচিত হামলা করা হয়েছে। অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কর্মসূচিতে শহরের বিভিন্ন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এরআগে একই দাবিতে গত শুক্রবার রাতে প্রতিবাদ সভা করেন তারা।
এ বিষয়ে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে। জানা যায়, গত শুক্রবার ভোরে সন্ত্রাসী হামলার শিকার হন কাপড় ব্যবসায়ী আরিফ চৌধুরী। প্রথমে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।