Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলনের কৌশল হিসেবেই পৌর নির্বাচনে বিএনপি- দুলু

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৮:৩৮ পিএম

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমানে দেশে যা চলছে সেটা গণতন্ত্রের জন্য উপযোগী নয়। এই মুহূর্তে আমরা যাঁরা বিরোধী দল করছি বা ভিন্ন মত পোষণ করছি, আমরা আমাদের কথা বলতে পারছি না। আমাদের সভা, সমিতি, সমাবেশে সব করতে দেয়া হয় না। যদিও এখন একটি পৌরসভার নির্বাচন দেয়া হয়েছে, সারা দেশে সেটা দলীয় প্রতীকে করতে বলা হয়েছে। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। কিন্তু আমাদের প্রার্থীরা ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অসংখ্য মামলা দেয়া হয়েছে। সেই মামলাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত তাড়া করছে, গ্রেপ্তার করছে। একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে, যা গণতন্ত্রের জন্য একবারেই উপযোগী নয়। আমাদের তো ফল পক্ষে আনার বিষয় নেই। অতীতে যে ক'টা নির্বাচন এই সরকারের অধিনে হয়েছে, তা থেকে তো আমরা দেখেছি যে এতে করে নির্বাচনের ফলাফল কী হবে। কিন্তু আমরা যেহেতু একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাই আমরা মনে করেছি যে, এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করাটাই সবচাইতে উপযুক্ত কাজ। আর সে কারণেই আমরা নির্বাচনে গেছি। আন্দোলনের কৌশল হিসেবেই পৌর নির্বাচনে বিএনপি

রোববার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় শহরের বড়গাছা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর পৌর শাখার এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু। শহর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আলমামুনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র বাবুল চৌধুরী, বিএনপি নেতা সুজাউল মতিন, নাসিম খাঁন প্রমূখ।

দুলু বিএনপি নেতাকর্মীদের পৌর নির্বাচনে প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান জানান ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ