Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বিআরটিসি বাসে হামলা, ম্যানেজারের গাড়ী ভাংচুর : কাল আপোষ সভা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৮:১৩ পিএম

বিআরটিসি বাস চলাচল নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়নি সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কে। এই জটিলতার অবসান করতে কাল (সোমবার) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে। এদিকে আজ (রোববার) সকালে বিআরটিসিতে বাস শ্রমিকদের হামলার পর বিকাল তিনটার দিকে অবশেষে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বিআরটিসি বাস ছেড়ে যায়। সকালে সিলেট থেকে শ্রীমঙ্গলগামী একটি বাস ছেড়ে শেরপুর যাওয়ার পর বাসটি শ্রমিকরা আটকে দেন। এর পর ছাড়া হয়নি আর কোন বাস। পরে বিকাল সাড়ে ৩ টায় হবিগঞ্জের উদ্দেশ্যে আরও একটি বাস ছাড়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিসির সিলেটের ম্যানেজার জুলফিকার আলী। এদিকে, সিলেট বিভাগীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনার পর বাসটি বিকাল সারে ৩ টায় হবিগঞ্জের উদ্দেশ্যে ছাড়া হয়েছে বলে জানান তিনি। তবে পরিবহণ শ্রমিকদের সাথে এ সমস্যার স্থায়ী সমাধানে কাল বিকাল ৪ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
এদিকে, সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ রোডে চালু হওয়া বিআরটিসির নতুন বাস চালু হলেও বন্ধ করে দিয়েছে সাধারণ পরিবহণ শ্রমিকরা। এসময় বিআরটিসি সিলেটের ম্যানেজারের উপর চড়াও হয় শ্রমিকরা। আজ সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা এসে বিআরটিসি কাউন্টারে তালা লাগিয়ে দেয় এবং ভাংচুর করে ম্যানেজারের সরকারি গাড়ি। হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারের ম্যানেজার অভিযোগ করেন, সকালে ৯টায় শেরপুর মৌলভীবাজারগামী একটি বাস শেরপুরে অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এরপর সকাল সাড়ে নয়টায় হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারে ১০-১৫ জন পরিবহন শ্রমিক এসে হামলা চালায় অতর্কিত । এসময় তারা লাঞ্ছিত করে কাউন্টারে ডিপো ইনচার্জ জুলফিকার আলিকে। ভাংচুর কওে তার সরকারি গাড়ীর কাচ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এসময় পরিবহন শ্রমিক নেতারা দাবি করেন, বিআরটিসির আলমপুর ডিপু থেকে গাড়ি ছাড়ার কথা। কিন্তু এখানে বিভিন্ন লোকের কাছে গাড়ি ভাড়া দিয়ে খোলা হচ্ছে শো-রুম । আলোচনা না করে ও অনুমতি না নিয়ে চালানোয় ক্ষুব্ধ আমরা। এ বিষয়ে বিআরটিসি বাস কাউন্টারের ম্যানেজার সবুজ জানান, শ্রমিকরা গাড়ি ভাংচুর করেছে। দু-পক্ষের মধ্যে আলাপ আলোচনা চলছে। বর্তমানে স্বাভাবিক রয়েছে বাস চলাচল ।
প্রসঙ্গত, মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ