পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
দেশের সর্বপ্রথম প্রাইভেট অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স পেয়েছে মেঘনা অর্থনৈতিক অঞ্চল। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে মেঘনা অর্থনৈতিক অঞ্চল লিমিটেডকে এই লাইসেন্স প্রদান করা হয়। লাইসেন্স প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, আমরা মেঘনা অর্থনৈতিক অঞ্চলে মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লি., এমপিপি পাওয়ার প্লান্ট লি., মেঘনা এডিবল অয়েলস রিফাইনারী লি., সোনারগাঁও ফ্লাওয়ার মিলস লি., মেঘনা পিভিসি প্লান্ট, ফ্রেশ এলপিজি বটলিং প্লান্ট ইত্যাদি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এসব শিল্প প্রতিষ্ঠানের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। লাইসেন্স প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেজার নির্বাহী সদস্য ড. এম এমদাদুল হক, মোহাম্মদ আব্দুস সামাদ, হরিপ্রসাদ পালসহ মেঘনা গ্রুপের কর্মকর্তারা। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।