Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসপিএ সিলেটের নতুন কমিটি ঘোষনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৭:৪৭ পিএম

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মান্না চৌধুরী (দৈনিক জৈন্তাবার্তা), সাধারণ সম্পাদক পদে আহবাব মোস্তফা খান (দৈনিক জালালাবাদ) পুননির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. ওলিউর রহমান (দৈনিক উত্তরপূর্ব)। গতকাল (রোববার) সিলেট জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে বিএসপিএ সিলেটের দ্বিÑবার্ষিক সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য(২০২০Ñ২০২২) নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহÑসভাপতি শফিকুর রহমান চৌধুরী (বাংলাদেশ বেতার), যুগ্ম সম্পাদক মিজান আহমদ চৌধুরী (সিলেটের সকাল), কার্য্যনির্বাহী সদস্য, হাসান মোহাম্মদ শামীম (দৈনিক আমাদের নতুন সময়), মঞ্জুর আহমদ (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), আমিনুল ইসলাম রোকন (দৈনিক দেশ ও দৈনিক সিলেটের ডাক) ও মিজানুর রহমান (ফ্রিল্যান্সার)। এর আগে দ্বিÑবার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মান্না চৌধুরী। সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন আহবাব মোস্তফা খান। রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন, বিএসপিএ সিলেটের সহÑসভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিএসপিএ সিলেটের সদস্য ও চ্যানেল টুয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি গুলজার আহমদ, ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার মাছুম আহমদ, ক্রীড়া সাংবাদিক হাসান মোহাম্মদ শামীম, এস এইচ মিলাদ, আফজাল হোসেন, নাহিদ চৌধুরী। সাধারণ সভা শেষে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত হন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্য্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম। এসময় বাফুফে সদস্য এবং ডিএসএ’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাহিউদ্দিন আহমদ সেলিমকে ফুলে শুভেচ্ছা জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ