Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভবিষ্যৎ কৃষি সুরক্ষায় কৃষি সাংবাদিকদের আরও দক্ষ হতে হবে

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৬:৪৬ পিএম

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষি হবে পুরোপুরি যন্ত্র নির্ভর এবং ব্যবসায়িক। এদিকে দেশের বেশিরভাগ প্রান্তিক কৃষকই অল্প পুজি এবং জমির মালিক। ভবিষ্যৎ কৃষি প্রযুক্তি এবং ব্যবসানির্ভর কৃষির সঙ্গে খাপ খাইয়িয়ে নেয়া এসব প্রান্তিক কৃষকদের জন্য খুবই চ্যালেঞ্জিং। এতে ভবিষ্যৎ কৃষিতে দেশের প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ হুমকির মুখে পরতে পারে। ভবিষ্যৎ কৃষিতে কৃষকদের অংশগ্রহণ নিশ্চয়তা এবং নতুন কৃষি প্রযুক্তিকে কৃষকের সামনে তুলে ধরতে কৃষি সাংবদিকদের আরও বেশি দক্ষ হতে হবে।

রবিবার বিকাল ৩ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সাংবাদিকদের ‘ পেনডামিক পিরিয়ড জার্নালিজম এন্ড ফিউচার এগ্রিকালচার’ শীর্ষক ট্রেনিংয়ের উদ্বোধনী অনুুষ্ঠিত হয়। ভার্চুয়াল ওই অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন চ্যানেল আয়য়ের হেড অফ নিউজ শাইখ সিরাজ। ৮ দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)।

আইআইএফএসয়ের পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির সভাপতিতত্বে এবং ট্রেনিংয়ের কোর্স কো অর্ডিনেটর ড. রাখী চক্রবর্ত্তীর সঞ্চালনায় উদ্বধোনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ কে এম জাকির হোসেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ