Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের এক সাংবাদিক নেতার উপর জুয়াড়ীদের হামলা : গ্রেফতার ২

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৫:৫৬ পিএম

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর সিলেট প্রতিনিধি, স্থানীয় দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ও সাংবাদিক নেতা সাদিকুর রহমান সাকির উপর এক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় জুয়াড়ি ও সন্ত্রাসী কামাল উদ্দিনের নেতৃত্বে আজ রোববার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে নগরীর গোয়াইপাড়াস্থ সাকির বাসায় এ আর্তকিত হামলা চালানো হয়। এঘটনায় প্রধান অভিযুক্ত কামাল ও পিংকু নামে আরেকজনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে এসএমপি পুলিশ । পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। হামলায় সাংবাদিক সাকি গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর গোয়াইটুলা থেকে প্রধান অভিযুক্ত কামালকে এবং এরপরে পিংকু নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এসএমপির এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়িপুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের জানিয়েছেন, এ ঘটনায় আটক দু’জন বর্তমানে এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে এছাড়া তাদের বিরুদ্ধে প্রস্তুতি চলছে মামলা দায়েরের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ