Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পার্বতীপুরে সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে দিনব্যাপী সেমিনার

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৪:১৪ পিএম

“সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা ও করণীয়” শীর্ষক দিনব্যাপী সেমিনার হয়েছে পার্বতীপুরে। উপজেলা সমাজসেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হল রুমে শুরু হয় এ সেমিনার। সেমিনারে অংশ নেয় জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, জনপ্রতিনিধি। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়্যারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ময়নুল হক।
অপরদিকে, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ কুষ্ট ও কোভিড-১৯ বিষয়ের ওপর এক আলোচনা সভায় দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও পার্বতীপুর কুষ্ট ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে একটি প্রবন্ধ উপস্থাপন করেন টি এল এম আই বি’র প্রকল্প ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও পার্বতীপুর কুষ্ট ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান। সেমিনারে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আমজাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তাগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমিনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ