Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আজ ২৪ আগস্ট ২০১৬, বুধবার, সকাল ১১.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, ভোলা জেলার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বিশাল মানববন্ধন পালিত হয়েছে। ভোলা জেলা শহরের প্রাণকেন্দ্র ভোলা সদর রোড কেজাহান মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ভোলা জেলার সকল মাদ্রাসার প্রধানগণ ও ভোলা সদর উপজেলার দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীসহ ছাত্রগণ মাদ্রাসার নিজস্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। হাজার হাজার ছাত্র শিক্ষকদের এ সুশৃঙ্খল মানববন্ধনে ভোলার রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগানে ইংরেজি বাংলা লেখা ফেস্টুনসহ পুরো শহর এক অভাবনীয় দৃশ্যের সৃষ্টি হয়।

ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল খালেক এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক ভোলা আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব মো. শফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা জেলা ইউনিট, জনাব মো. আজিজুল ইসলাম, সভাপতি, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ভোলা জেলা, জনাব প্রাণ গোপাল দে, জেলা শিক্ষা অফিসার, ভোলা, মো. মাহাবুবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভোলা সদর, জনাব মো. মোবাশ্বিরুল্লাহ চৌধুরী, সভাপতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ভোলা জেলা, জনাব মাওলানা আহম্মদ উল্লাহ আনসারী, সভাপতি, জমিয়াতুল মোদার্রেছীন, বোরহানউদ্দিন উপজেলা ও অধ্যক্ষ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, জনাব মাওলানা মো. আব্দুল লতিফ, সভাপতি, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, ভোলা সদর উপজেলা, জনাব মাওলানা মো. আব্দুস ছামাদ, সভাপতি, জমিয়াতুল মোদার্রেছীন, দৌলতখান উপজেলা, জনাব মাওলানা মো. হোসেন, সাধারণ সম্পাদক, জমিয়াতুল মোদার্রেছীন, লালমোহন উপজেলা, জনাব মাওলানা কামাল মাহমুদ, সাধারণ সম্পাদক, জমিয়াতুল মোদার্রেছীন, তজুমদ্দিন উপজেলা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব শওকত হোসেন, সম্পাদক, দৈনিক আজকের ভোলা, জনাব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমীন, সাবেক অধ্যক্ষ, ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসা, ভোলা, জনাব আলহাজ্ব আবুল বাশার মো. আ. রহিম, অধ্যক্ষ, ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসা, ভোলাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোন স্থান নেই। ইসলাম জঙ্গিবাদ ও সন্ত্রাসকে হারাম করেছে। কিন্তু সাম্প্রতিক এক শ্রেণীর কুচক্রী মহল ইসলামী লেবাছ পোশাক পরে ইসলামের নাম দিয়ে নিরীহ, নিরপরাধ মানুষ হত্যা করছে। যার প্রতিবাদ ও প্রতিরোধ করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। অতীতের ন্যায় ভবিষ্যতেও এ দেশের ওলামায় কেরাম, পীর মাশায়েক, জমিয়াতুল মোদার্রেছীনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব এ.এম.এম. বাহাউদ্দিন ও মহা সচিব, আলহাজ্ব সাব্বির আহাম্মেদ মোমতাজি এর নেতৃত্বে দেশের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে বদ্ধ পরিকর।



 

Show all comments
  • borhan uddin miah ২৫ আগস্ট, ২০১৬, ১:০৯ এএম says : 0
    Daily inqilab give us good news always
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ