Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধুলোয় চরম জনদুর্ভোগ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক সম্প্রসারণ কাজ

আসলাম পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রাম খাগড়াছড়ি রাউজান মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে। এ উন্নয়ন কাজের কারণে দিনের বেলাও ধুলোয় প্রায় অন্ধকার থাকে সড়কগুলো। ফলে যাত্রী ও পথচারীদের চোখ মুখ বন্ধ করে নাক চেপে ধরে সড়কে চলাচল করতে হচ্ছে। জনদুর্ভোগ কমাতে প্রকল্প বাস্তবায়নে পরিবেশবান্ধব ব্যবস্থা নেয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে, উন্নয়ন কার্যক্রম চলাকালীন, বারবার পানি দেয়ার নিয়ম থাকলেও তাও মানা হচ্ছে না। স্থানীয়রা বলেন, অপরিকল্পিত প্রকল্প গ্রহণের ফলে এমনটা হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদার আর তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের অদক্ষতাও দায়ী মনে করেন তারা।
জানা যায়, এদিকে মাত্রাতিরিক্ত ধুলাবালির কারণে স্থানীয়রা হাঁচি, কাশি, জ্বর, সর্দি চোখ ওঠাসহ নানা ধরনের চর্মরোগের শিকার হচ্ছেন বলে জানা গেছে। ধুলার ফলে শ্বাসকষ্ট, যক্ষা, হাঁপানি, চোখের নানা ধরনের রোগ, ব্রঙ্কাইটিসসহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্তের ঝুঁকি বাড়ছে বলে চিকিৎসকদের কাছে জানা যায়।
ধুলো প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় এলাকার পথচারী বাপ্পা নামের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাভাবিক কারণে প্রতিদিন রাস্তায় কিছু ধুলো জমে। এগুলো ঠিকমতো অপসারণ না করার ফলে ধুলো জমতেই থাকে। চলন্ত যানবাহনের কারণে এসব ধুলো বাতাসে মিশে পুরো সড়ক চলাচলের অনুপযোগি করে তুলেছে। বর্তমানে এসব স্থানের যে অবস্থা তাতে আমরা অসুস্থ হয়ে পড়ছি। এদিকে ওইসব এলাকার সড়কের পাশের দোকানপাট ও বাড়িগুলোর অবস্থা একেবারে নাজুক। ধুলোয় নষ্ট হয়ে পড়ছে ঘরবাড়ির আসবাবপত্র ও দোকানপাটের পণ্যসামগ্রী।
এলাকায় রিকশা চালাচ্ছিলেন ভোলার সামসু মিয়া। তিনি বলেন, অনেক দিন ধরেই রাস্তার কাজ চলছে। এতে আমরা রিকশা চালকরা সবচেয়ে বেশি বিপদে আছি। ধুলাবালির কারণে রিকশা চালাতে খুব সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।
ধুলোয় স্বাস্থ্যঝুঁকি বাড়ার কথা উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ধুলোযুক্ত বাতাস গ্রহণের ফলে প্রাথমিকভাবে শ্বাসকষ্ট, নাসারন্ধ্রে ও ফুসফুসে ময়লা জমে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এমনকি ধুলাবালি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে গিয়ে ধীরে ধীরে ফুসফুসের ক্যান্সারেরও সৃষ্টি করতে পারে। ধুলাযুক্ত বাতাসের সঙ্গে শরীরের ভেতরে ব্যাকটেরিয়া প্রবেশ করে, যার ফলে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, ব্রংকাইটিস, হাঁপানি, শ্বাসকষ্ট হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ