রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরকীয়ার জেরে খুন হওয়া ৩ সন্তানের জননী গৃহবধূ হাছিনা বেগম হত্যা মামলার প্রতিবেদনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এবং লাশ পুনরায় উত্তোলন করে তদন্তের দাবিতে সম্মেলন করেছে নিহতের পরিবার। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে গৃহবধ‚র বোন হোস পিয়ারা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বজন শেফালি বেগম।
লিখিত বক্তব্যে জানানো হয়, ১০ বছর আগে নবীনগরের ওয়ারুক গ্রামের আইয়ুব আলীর ছেলে দানিছ মিয়ার সাথে চড়িলাম গ্রামের মৃত আব্দুল হাকিমের মেয়ে হাছিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে দানিছ হাছিনাকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করতো। এছাড়া দানিছ প্রতিবেশি এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে বাঁধা দেয়ায় গত ৩ ফেব্রুয়ারি দানিছ হাছিনাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য হাছিনাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করতে চাইলে পুলিশ কৌশলে যৌতুক আইনে মামলা গ্রহণ করে। পরে আদালতে হত্যা মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা আসামি পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা প্রতিবেদন দিয়েছে বলেও অভিযোগ করেন। এ সময় তারা পুনরায় লাশ উত্তোলন করে পুনঃ তদন্তের দাবি জানায়। সংবাদ সম্মেলনে নিহতের মা আম্বিয়া খাতুন, ভাই আরমান হোসেনসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।