Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিষয় ভিত্তিক পরামর্শ দেয়া হবে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ৮:৪৯ পিএম | আপডেট : ৯:১৫ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২০

চট্টগ্রাম বন্দর উন্নয়ন ও গবেষণা পরিষদের এক সভায় বক্তাগণ বলেছেন, দক্ষিণ এশিয়ায় নৌবাণিজ্যের কেন্দ্র হবে চট্টগ্রাম বন্দর। আর এই লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ব্যাপক ভিত্তিক উন্নয়ন জরুরি বলেও মত দেন তারা। শনিবার সিটি কর্পোরেশনের কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কমোডর (অব.) জোবায়ের আহমদ। সভায় চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিষয় ভিত্তিক গবেষণা এবং সেমিনারের মাধ্যমে সরকারকে পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত হয়। 

জোবায়ের আহমদ বলেন, চট্টগ্রাম বন্দর ভৌগোলিক অবস্থার কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার নৌবাণিজ্যের মালামাল হ্যান্ডলিংয়ের অন্যতম প্রধান হাবে পরিনত হবে। তাই এখন থেকেই চট্টগ্রাম বন্দরকে জাতীয় ও আর্ন্তজাতিক কার্গো, কন্টেইনার হ্যান্ডলিং করার সক্ষমতা অর্জন করতে হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে সরকারকে জরুরি ভিত্তিতে উন্নয়নমূলক পদক্ষেপ নিতে হবে। 

সভায় বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য (প্ল্যানিং অ্যান্ড এডমিন) বীরমুক্তিযোদ্ধা হাদী হোসেন বাবুলকে একটি প্রতিবেদন তৈরী করে পরিষদের সভায় পেশ করার অনুরোধ জানানো হয়। 

সাবেক সদস্য (অর্থ) হারুন মিঞাকে শিপিং সংক্রান্ত বিষয়ে, সাবেক সদস্য (অর্থ) মোশারফ হোসেনকে বন্দরের অর্থ ও হিসাব সংক্রান্ত বিষয়ে, সাবেক প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে বন্দরের জন্য প্রয়োজনীয় উন্নয়নমূলক প্রকল্পসমূহ গ্রহণ সম্পর্কে, কর্ণফুলী নদী খনন সংক্রান্ত ব্যাপারে সাবেক সিনিয়র হাইড্রোগ্রাফার আতাউর রহমান খানকে প্রতিবেদন দিতে বলা হয়। 

অপারেশন সংক্রান্ত কার্যক্রম উন্নয়নের জন্য সাবেক ভারপ্রাপ্ত পরিচালক (পরিবহণ) কে এম মোজাফফর হোসাইনকে, বন্দরের অপচয় রোধ সম্পর্কে সাবেক প্রোগ্রামার ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ খানকে, কর্ণফুলী নদী সম্পর্কে নদী গবেষক অধ্যাপক ইদ্রিস আলীকে, বন্দরে কর্মরত সরকারি-বেসরকারি শ্রমিক কর্মচারীর জীবনমান উন্নয়নের জন্য বন্দর সিবিএ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মো. মাহফুজুর রহমান খানকে গবেষণালব্দ প্রতিবেদন পেশ করার অনুরোধ করা হয়।

সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারএম এ সবুর, ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ খান, মো. মাহফুজুর রহমান খান, জসিম উদ্দিন বাবুল, রনাঙ্গ বিকাশ চৌধুরী, মো. জামাল উদ্দিন, আবু জাফর আজাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ