Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে মন্দিরের তত্ত্বাবধায়ককে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নরসিংদী জেলা সংবাদদাতা : নরসিংদীর রঘুনাথপুরে চিত্তরঞ্জন আর্য নামে মন্দিরের এক তত্ত্বাবধায়ককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের রঘুনাথপুর শ্রী শ্রী কালী মন্দিরের পাশের মুদি দোকানে এ ঘটনা ঘটে।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মহসিন হোসাইন জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রঘুনাথপুরে মোটরসাইকেলে তিন যুবক মহাসড়কের পাশে চিত্তরঞ্জনের দোকানে যান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। আহত চিত্তরঞ্জনকে প্রথমে পাঁচদোনার একটি বেসরকারি হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও জানান, চাপাতির আঘাতে চিত্তরঞ্জন আর্যের মাথা, ঘাড় ও পেটে জখম হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ