Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোকান বসিয়ে লাখ টাকা চাঁদাবাজি

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কার পার্কিং-এ গাড়ি ঢোকা নিষেধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কার পাকিং-এ গাড়ি ঢোকা নিষেধ। পুরো কার পার্কিং এ তিন শতাধিক হকারের দখলে। ভ্যান গাড়িতে করে হকাররা শীতের পোষাক বিক্রি করে। কার পার্কিং-এ কোন গাড়ি ঢুকতেই দেয়া হয়না। স্থানীয় কাউন্সিলর, রাজনৈতিক নেতা ও পুলিশের ছত্রছায়ায় কার পার্কিং এর জায়গা হকার মার্কেটে পরিণত হয়েছে। হকারদের কাছ থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা আদায় করা হচ্ছে।

রেলওয়ে পুলিশ বলছে, ‘কার পার্কিং এর জায়গায় এবং আশেপাশে হকার উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হয়।’ তবে উচ্ছেদের কিছু সময় পরে আবারও হকারদের দখলে চলে যায় জায়গাটি। অভিযোগ রয়েছে, পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের ম্যানেজ করে নিয়মিত চলছে ফুটপাতের চাঁদাবাজী। ফলে উচ্ছেদ অভিযানে কোনো ফল হয় না।
সরেজমিনে দেখা গেছে, স্টেশনের পশ্চিম পাশের কার পার্কিং, লেভেল ক্রসিং এলাকাসহ বিভিন্ন স্থানে হকারদের বিভিন্ন পণ্য বেচাকেনার দোকান। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন চায়ের দোকান থেকে প্রতিদিন ৫০০ টাকা, খাবারের দোকান থেকে এক হাজার টাকা, কাপড়ের দোকান থেকে দেড় হাজার টাকা চাঁদা তোলা হয়।
তিন শতাধিক হকারের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা পান, কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নেতারা, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি ও জিআরপি) ও স্টেশন কর্মীরা। বিমানবন্দর থানা শ্রমিক লীগের একজন নেতা ইনকিলাবকে বলেন, প্রতিদিন লক্ষাধিক টাকার বেশি চাঁদা তোলা হয়। শীতের দিন তাই কাপড়ের দোকান বেশি। এই টাকার মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতারা প্রতিদিন ২০ হাজার টাকা, মহিলা কাউন্সিলর ১০ হাজার, জিআরপি ও আরএমবি ফাঁড়ির ইনচার্জ ৪০ হাজার, স্টেশন মাষ্টার ১৫ হাজার টাকা ।

বিমান বন্দর থানা কমিউনিটি পুলিশ ইউনিট-৪ সভাপতি শাহিনের ছত্রছায়ায় চলছে এ চাঁদাবাজি। প্রতিদিন শাহিন লাইনম্যান সবুজ, তসলীম, খান এর মাধ্যমে দোকান থেকে চাঁদা তোলে। এ বিষয়ে বিমানবন্দর স্টেশন জিআরপি ইনচার্জ এসআই আমিনুল ইসলাম ইনকিলাবকে বলেন, আমরা নিয়মিত অভিযান চালাই। গতকালও অভিযান চালানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদাবাজি

১০ ফেব্রুয়ারি, ২০২২
১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ