পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : শ্রমিকরা আগামী নভেম্বর থেকে শ্রমিক কল্যাণ তহবিলের সুবিধা পাবে। ওই সময় থেকেই নীতিমালা অনুযায়ী শ্রমিক কল্যাণ তহবিলের সুবিধা পাওয়ার যোগ্য শ্রমিকরা এ অর্থ পাবেন। এ লক্ষ্যে শিগগিরই দুটি আলাদা ব্যাংক হিসাব খোলা হবে। সোমবার শ্রম মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে শ্রমিক কল্যাণ তহবিল পরিচালনা কমিটির ওই সভায় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শ্রম আইনের বিধিমালায় শ্রমিক কল্যাণ তহবিলের সুবিধার আওতায় আনার কথা বলা হয়। এ জন্য রপ্তানি মূল্যের উপর শূন্য দশমিক শূন্য তিন শতাংশ (০.০৩%) অর্থ কর্তন করা হচ্ছে। এ অর্থ গত জুলাই থেকে কর্তন শুরু হয়েছে। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, কর্মক্ষেত্রে কোন শ্রমিক মারা গেলে কল্যাণ তহবিলের আওতায় পরিচালিত বীমা থেকে ৩ লাখ টাকা দেয়া হবে। এর বাইরে তার পরিবার বীমার আরো ২ লাখ টাকাসহ মোট ৫ লাখ টাকা পাবে। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, কল্যাণ তহবিলের অর্থ চলতি বছর থেকে শ্রমিক দেয়ার প্রক্রিয়া শুরু হবে। এটি কীভাবে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জানা গেছে, গত জুলাই থেকে রপ্তানি খাতের শ্রমিকদের জন্য কল্যাণ তহবিলের অর্থ কর্তন শুরু হয়েছে। আগামী অক্টোবর বা নভেম্বর থেকেই এ তহবিলের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। তখন থেকে শ্রমিকরা এর সুবিধাভোগী হবেন। এখন কেন্দ্রীয়ভাবে একটি ব্যাংক হিসাবে এ অর্থ জমা হয়। প্রাপ্ত অর্থের অর্ধেক সরাসরি শ্রমিকদের কল্যাণে ব্যয় হবে। বাকি অর্ধেক অর্থ থেকে দুর্ঘটনায় নিহত বা আহত শ্রমিক বা তার পরিবারকে স্বল্প ও দীর্ঘমেয়াদি সহায়তার জন্য বরাদ্দ দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।