পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সম্প্রতি আগর চাষি ও উদ্যোক্তাদের জামানতবিহীন এসএমই ঋণ প্রদানে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং এসএমই ফাউন্ডেশন। সুগন্ধি প্রসাধন তৈরিতে ব্যবহৃত হয় সম্পূর্ণ রফতানিকৃত পণ্য আগর। চুক্তি অনুসারে ব্র্যাক ব্যাংক এসএমই ফাউন্ডেশনের সহায়তায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আতর আগর ক্লাস্টারের আগর চাষি ও উদ্যোক্তাদের মধ্যে এসএমই ঋণ বিতরণ করবে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঢাকায় এসএমই ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন। ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক মহিউদ্দীন, হেড অব স্মল বিজনেস সৈয়দ আব্দুল মোমেন, শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব, এসএমই সেল খায়রুল কবীর মেনন, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এসএম শাহীন আনোয়ার, বাংলাদেশ আগর আতর উৎপাদন ও রফতানিকারক সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন এবং উক্ত সংস্থাগুলোর উর্ধ্বতম কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।