প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ শ্রেষ্ঠ সুরকার হিসেবে পুরস্কার পাচ্ছেন একাধারে জনপ্রিয় গীতিকার, সুরকার এবং কন্ঠশিল্পী প্লাবন কোরেশী। ‘মায়া: দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রে ‘বাড়ির ওই পূর্ব ধারে’ শিরোনামের গানের জন্য এই স্বীকৃতি পান তিনি। চলচ্চিত্রটির পরিচালক মাসুদ পথিক। দেশের চলচ্চিত্রের এই সর্ব্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় স্বভাবতই আপ্লুত প্লাবন কোরেশী।
তিনি বলেন, ‘অবশ্যই এই স্বীকৃতির অনুভুতি অনেক আনন্দের। কাজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে গেল। পাশাপাশি দায়িত্ববোধের জায়গা বেড়েছে। এতোদিন যে কাজগুলো করেছি সেগুলো নিয়েও ভাবি। কৃতজ্ঞ সবার প্রতি। বিশেষ করে যারা আমার এই পথচলায় সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন।’
তার লেখা ও সুরে জনপ্রিয় হয়েছে অসংখ্য গান। আবার অন্যের লেখায়ও সুরের ঝংকার তুলতে সমান পারদর্শী প্লাবন কোরেশী। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ফজলুর রহমান বাবুর ‘ইন্দুবালা’, দিলরুবা খানের ‘তোমার আমার’, মনির খানের ‘অঞ্জনা’ অন্যতম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।