Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিপিজে’র তথ্য সাংবাদিক হত্যা বেড়েছে দুই গুণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

 ২০২০ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে হত্যাকাÐের শিকার হয়েছেন অন্তত ৩০ সাংবাদিক। যা গত বছরের তুলনায় দুই গুণ বেশি। খবর নিউ ইয়র্ক টাইমস। গত সোমবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া ওয়াচডগ কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। এর আগে, ২০১৯ সালে বিশ্বে হত্যাকাÐের শিকার হয়েছিলেন ১০ সাংবাদিক।

সিপিজের নির্বাহী পরিচালক জোয়েল সিমন এক বিবৃতিতে জানিয়েছেন, এক বছরের ব্যবধানে বিশ্বে সাংবাদিক হত্যা দ্বি গুণ হয়েছে। অতীতের হত্যাকাÐগুলোর বিচারহীনতার সংস্কৃতি দিনকে দিন এই প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। এদিকে, সিপিজে জানিয়েছে, এ বছর সাংবাদিক হত্যার ঘটনা বাড়লেও সংঘর্ষের মধ্যে পড়ে সাংবাদিক মৃত্যুহার ছিল ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। আফগানিস্তান এবং সিরিয়ার সংঘর্ষপ্রবণ অঞ্চলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিপিজে।

অন্যদিকে, ইরান ২০১৭ সালের সরকারবিরোধী আন্দোলন নিয়ে প্রতিবেদন তৈরি করায় রুহুল উল্লাহ জাম নামে এক সাংবাদিকের ফাঁসি কার্যকর করেছে ২০২০ সালে। পাশাপাশি, ফিলিপাইনে তিন সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিপিজে। ওদিকে, মেক্সিকোতে এ বছর সাংবাদিকরা ভয়াবহ পরিস্থিতিতে দায়িত্বপালন করেছেন, সেখানে অপরাধ সংশ্লিষ্ট প্রতিবেদন তৈরি করতে গিয়ে মারা গেছেন পাঁচ সাংবাদিক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ