রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাবনার চাটমোহরে চিকনাই নদীতে বিষ প্রয়োগ করে মাছ ও হাঁস নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিকনাই নদীতে বিষ প্রয়োগে ২ শতাধিক হাঁস ও মাছ নিধন করা হয়েছে। উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া এলাকায় চিকনাই নদীতে এই বিষ প্রয়োগ করে খামারের দুই শতাধিক হাঁস ও মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে বাচ্চু মন্ডল ও সমশের মন্ডলের ছেলে এনামুল হক চাটমোহর থানায় পৃথক দুটি অভিযোগ করেছেন। বাচ্চু মন্ডলের অভিযোগ সূত্রে জানা যায়, বাচ্চু মন্ডলের একটি হাঁসের খামার রয়েছে। চিকনাই নদীতে হাঁসগুলো পালন করেন তিনি। ১৮ ডিসেম্বর রাতে পূর্ব শত্রæতার জের ধরে হোগলবাড়িয়া গ্রামের আকাই হাজীর ছেলে রমজান চিকনাই নদীতে বিষ প্রয়োগ করে। ১৯ ডিসেম্বর সকালে হাঁসগুলো পানিতে নামলে এবং বিষাক্ত মরা মাছ খেলে বিষক্রিয়ায় ২ শতাধিক হাঁস মারা যায়।
এদিকে, সমসের মন্ডল ও তার কয়েকজন সহযোগি চলতি মৌসুমে চিকনাই নদীর কিছু অংশ লীজ নিয়ে মাছ চাষ করে আসছিল। বিবাদী রমজান আলী নদীতে মাছ ধরতো। মাছ ধরাকে কেন্দ্র করে রমজান আলীর সাথে তাদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিবাদী রমজান আলী নদীতে বিষ প্রয়োগ করে। এতে অন্তত তিন লাখ টাকার মাছ মারা গেছে। চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।