Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪২জন বিশিষ্ট নাগরিকের চিঠিতে সমগ্র জাতির অভিমত প্রতিফলিত হয়েছে -এডভোকেট এম.এ রকিব

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ৭:১৮ পিএম

সম্প্রতি দেশের খ্যাতিমান ৪২জন বিশিষ্ট নাগরিক মহামান্য রাষ্ট্রপতির বরাবরে দেশের জনগণের অনুভূতি এবং আশা-আকাঙ্খার প্রতিফলন এবং দেশের সতের কোটি মানুষের বাংলাদেশের মালিকানা পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র প্রধান বরাবরে যে নিবেদন করেছেন, ইহা কোন দলের বক্তব্য নয়, সম্পূর্ণ চিঠিতে অধিকার হারা জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। গণতন্ত্রে বিশ^াসী সকল জনগণের পক্ষে দেশপ্রেমিক এবং জনদরদী ৪২জন বুদ্ধিজীবী দেশ ও জাতির কল্যাণে সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে দেশ ও জাতির অভিভাবক মহামান্য রাষ্ট্রপতি বরাবরে এই চিঠি প্রদান করেছেন। এটা কোন উদ্দেশ্য প্রণোদিত কিংবা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন নয়। বর্তমান নির্বাচন কমিশনের অধিনে কোন ধরনের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সরকারের সমর্থক ভোটারগণও ভোট দিতে পারেনি। দেশে শান্তি নেই, একদলীয় শাসন প্রতিষ্ঠিত হওয়ায় দেশে ন্যায় বিচার, সুশাসন নির্বাসিত, হরণ করা হয়েছে মানুষের মৌলিক অধিকার। এক শ্রেণির দুর্নীতিবাজ লুটেরা ও লোভী রাজনীতিবিদদের হাতে দেশ জিম্মি। দেশে সুশাসনের মহান উদ্দেশ্যে দেশ ও জাতির কল্যাণে ৪২জন বুদ্ধিজীবী গর্বিত দায়িত্ব পালন করেছেন। ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুল রকিব এডভোকেট এক বিবৃতিতে ৪২জন বুদ্ধিজীবীর আবেদন সঠিক মূল্যায়ন করে দেশ ও জাতির কল্যাণে বর্তমান নির্বাচন কমিশনকে পরিবর্তন করার জোর দাবী জানান। তিনি বিবৃতিতে আরো বলেন, দেশে গণতন্ত্র না থাকায় অগণতান্ত্রিক সরকারের দুর্বল নতজানু পররাষ্ট্রনীতির কারণে ১২ লক্ষ রোহিঙ্গা মুসলমানের সমস্যা সমাধানে সম্পূর্ণরূপে ব্যর্থ। জাতি আজ হতাশার মধ্যে নিমজ্জিত, দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্রে বিশ^াসী দেশের সকল রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ