পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ, এসপি ইমিগ্রেশন) কাছে দ্বৈত নাগরিক এবং পাসপোর্টধারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ তালিকা দাখিল করতে হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক)আবেদনের পরিপ্রক্ষিতে গতকাল (সোমবার) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে গত ২২ নভেম্বর একই আদালত কানাডার ‘বেগমপাড়া’সহ বিভিন্ন দেশে অর্থপাচারকারীদের নাম-ঠিকানা এবং অন্যান্য তথ্য চান। রুলও জারি করেন। রুলের ধারাবাহিকতায় গতকাল মামলাটি কার্যতালিকায় ওঠে। সে অনুযায়ী শুনানির শুরুতেই দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান দ্বৈত নাগরিক এবং দুই দেশের পাসপোর্টধারীদের তালিকা প্রদানের বিষয়ে নির্দেশনা চান। এ সময় আদালত বলেন, দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারী কারা, সেটা আমরাও জানতে চাই। পরে আদালত তাদের তালিকা চেয়ে আদেশ দেন। এর আগে গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বিদেশে অর্থ পাচার নিয়ে বক্তব্য দেন। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেসব প্রতিবেদন আমলে নিয়ে অর্থপাচারকারীদের তালিকা চেয়ে আদালত স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন। পূর্ববর্তী আদেশ অনুযায়ী অর্থপাচারকারীদের তালিকা এবং দ্বৈত নাগরিকদের তালিকা প্রদান করতে আগামি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সময় বেধে দেন আদালত। গতকাল সরকারপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন। দুদকের পক্ষে খুরশীদ আলম খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।