পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বনানী চেয়ারম্যান বাড়িতে ইউটার্ন চালু হবার দ্বিতীয় দিনেই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। যানজট মুক্ত করার লক্ষ্যে ইউটার্ন করা হয়েছে যেন কোন গাড়ি না থেমে সুন্দরভাবে চলাচল অব্যহত রাখতে পারে। গত রোববার বনানী চেয়ারম্যান বাড়ি, নাবিস্কো ও বিজি প্রেসের সামনে মোট তিনটি- ইউটান চালু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল তিনটিতেই ট্রাফিক অব্যবস্থাপনা ছিল। এর মধ্যে বনানীতে বিশৃঙ্খলার কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
গতকাল সরেজমিনে দেখা গেছে, মহাখালী থেকে বনানী যাবার পথে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। ইউটার্নের পরপরই সৈনিক ক্লাব হয়ে ক্যান্টনমেন্ট এলাকায় গাড়ি ঢুকার পথে এমপি চেকপোষ্টে চেকের কারণে গাড়ির গতি কমে হালকা যানজট সৃষ্টি হয়। আর ক্যান্টনমেন্ট থেকে গাড়ি বের হয়েই টার্নিং দিয়ে মহাখালীর দিকে যায়। ফলে সৈনিকক্লাবের ঢুকার কারণে যানজট ও বের হবার পর টার্নিং দিয়ে মহাখালীর দিকে যাবার কারণে মহাখালী থেকে বনানী যাবার রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে। এ সিগনালে এ যানজট নিয়মিত বিষয় কিন্তু ইউটার্ন করার পর ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক না হওয়ায় যানজট মুক্ত করা সম্ভব হয়নি। আর উদ্বোধনের দ্বিতীয় দিনে এ সিগনালে কোন ট্রাফিক পুলিশ ছিল না। তবে বনানী থেকে মহাখালী যাবার পথে যানজট কমেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, বনানী সিগনাল পার হয়ে রেল ষ্টেশনের সামনে আরেকটি ইউটার্ন করা হবে। তখন সৈনিক ক্লাব থেকে যে গাড়ি বের হবে তা ওই ইউটার্ন দিয়ে মহাখালীর দিকে যাবে। এখন যে টার্নিং রয়েছে তা বন্ধ করে দেয়া হবে। তখন এ সিগনালে কোন ধরণের যানজট থাকবে না।
এদিকে নাবিস্কো ও বিজি প্রেসের সামনে ইউটার্ন চালু করার পর বিজয় স্বরণী থেকে তেজগাঁও যাবার টার্নিংটি বন্ধ করে দেয়ার কথা ছিল। সিটি করপোরেশন বলেছিল বিজয় স্বরণী থেকে আসা গাড়ি নাবিস্কো ঘুরে সাতরাস্তার দিকে যাবে আর বিজয় স্বরণী যে গাড়ি গুলো যাবে তা বিজি প্রেসের সামনের ইউটার্ন দিয়ে ঘুরে এরপর যাবে। ফলে এ সিগনালের যানজট আর থাকবে না। কিন্তু তেজগাঁওয়ের এ সিগনালটি বন্ধ করা হয়নি। ফলে ইউটার্নের পরও যানজট ছিল। তবে মহাখালী থেকে তেজগাঁও যাবার পথে যানজট কিছুটা কমেছে।
এদিকে নাবিস্কো ও বিজি প্রেসের সামনের ইউটার্নের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। ইউটার্নের মধ্যে সড়ক দ্বীপে মাটি দিয়ে ভরাটের কাজ চলছে। এছাড়াও ডিভাইডারে রং করার কাজ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।