Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গলাচিপায় রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগ

মো. জাহাঙ্গীর কবির, গলাচিপা (পটুয়াখালী) থেকে | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের রাস্তা তৈরিতে অনিয়ম ও নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে আগামী বর্ষাই এ রাস্তা আগের মতোই খানাখন্দে পরিণত হবে বলে এলাকাবাসীদের ধারণা। এতে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, পৌরসভার চৌরাস্তা হতে দক্ষিণে সামুদাবাদ রোড ৯২০ মিটার দৈর্ঘ্য ও ৪.৫০মিটার প্রস্থ এবং পূর্ব দিকে শের-ই-বাংলা সড়ক দৈর্ঘ্য ৩৪০ মিটার ও প্রস্থ ৫.৫ মিটার রাস্তার নির্মাণ কাজ চলছে। দুইটি রাস্তায় মোট বরাদ্দ ১ কোটি ৪০ লাখ টাকা। এ কাজের ঠিকাদার বরিশালের মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড মিজানুর আলম। তিনি ভোলার মো. লিটনকে সাব কন্ট্রাক্টে কাজ দেয়। সরেজমিনে দেখা গেছে, নিম্নমানের ইট দিয়ে খোয়া তৈরি করে রোলার দিয়ে চাপা দেয়া হয়। তার উপরে সামান্য পরিমাণে বিটুমিন দিয়ে তুলনামূলক কম পিচ দিয়ে রাস্তা দুটোর কাজ চলছে। তবে নিম্নমানের সামগ্রী ও নিয়ম মাফিক রাস্তা তৈরি না করার কারণে খুব বেশি দিন স্থায়ী হবে না বলে অনেকে মৌখিক অভিযোগ করেন। এতে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কেউ কেউ মনে করে, রাস্তা উঁচু-নিচু থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যাবে। ফলে রাস্তার পিচ উঠে যাবে। এ কারণে আগামী বর্ষাই এ রাস্তার আগের মতোই খানা খন্দে পরিণত হবে বলে ধারণা করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সাব কন্ট্রাক্টর মো. লিটনকে মুঠোফোনে অনিয়মের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, নিয়ম অনুযায়ী রাস্তা তৈরি করা হচ্ছে। প্রকৌশলী মো. আব্দুল আউয়াল জানান, আমি সার্বক্ষণিক তদারকি করছি। রাস্তা তৈরির নিয়ম অনুযায়ী কাজ চলছে। আরেক প্রকৌশলী অলোক সমাদ্দারকে ফোন করলে তিনি বলেন, রাস্তার কাজের অনিয়ম দেখলে আপনি পত্রিকায় লিখতে পারেন। তিনি তার অফিসে আমাকে আসতে বলেন। অফিসে গিয়ে তাকে না পেয়ে পুনরায় ফোনে তিনি জানান, আপনি মেয়র মহোদয়ের সাথে যোগাযোগ করেন।
গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন মুঠোফোনে জানান, ঊর্ধ্বতন প্রকৌশলী রাস্তার কাজ পরীক্ষা করে গেছেন। তবে ঠিকাদার অনিয়ম করলে বিল বন্ধ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ