Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন অভিযান

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ঝালকাঠি শহরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকের কাছে চার লাখ ৭৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ৮ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে একজন যুগ্ম জজের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ঝালকাঠি ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী জিএম লুৎফর রহমান জানান, কয়েক দফায় গ্রাহকদের নোটিশ প্রদান করা সত্তে¡ও তারা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। তাই বিদ্যুৎ বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বরিশাল আদালতের যুগ্ম জজ মো. মাসুদুর রমহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থান থেকে ৮ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেন। এর পরেও বকেয়া বিল পরিশোধ করা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ