বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধা জেলা সংবাদদাতা : জেলার পলাশবাড়ী উপজেলায় নিখোঁজ মো. আব্দুল কাদের (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের রহমত উল্যার বাঁশ ঝাড় থেকে আজ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। আব্দুল কাদের ওই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
আব্দুল কাদেরের শ্যালক মো. আব্দুল মোতাল্লেব জানান, সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন আব্দুল কাদের। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার সকালে বাঁশ ঝাড়ে তার লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা।
পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে লাশ ঝুলিয়ে পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নবিউল্লা জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় ছোট একটি রশি পেঁচানো ছিল। এছাড়া তার গলায় আঘাতের চিহ্নও রয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।