Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদা না পেয়ে শিক্ষককে ছুরিকাঘাত

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা :গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ৭ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিয়ুর রহমান বোরহানকে (৫০) ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চলাকালীন এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা আব্দুল জোব্বার (৩৮) নামে একজনকে আটক করে পুলিশে দেয়।
গুরুত্বর আহত প্রধান শিক্ষক ওয়ালিয়ুর রহমান বোরহানকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক আব্দুল জোব্বার উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত্যু হোসেন আলীর ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিদ্যালয় চলাকালীন হঠাৎ করে আব্দুল জোব্বার তার ভাই আব্দুল জলিল, আলী হাসান ও লাভলু মিয়াসহ কয়েকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। তারা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাকে এলোপাথাড়ি মারধর করে। একপর্যায়ে আব্দুল জোব্বার ছুরি দিয়ে প্রধান শিক্ষকের ডান হাতে আঘাত করেন। এতে প্রধান শিক্ষক আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
আহত প্রধান শিক্ষক বোরহান জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয় পরিচালনা কমিটির গঠনের জের ধরে জোব্বার তাকে হুমকি ও ৭ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
স্থানীয় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আটক জোব্বারকে আদালতে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ