Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাংলা একাডেমির তিন পুরস্কার ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বাংলা একাডেমি প্রবর্তিত তিনটি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর তিন গুণীব্যক্তিত্ব পাচ্ছেন পুরস্কারগুলো। পুরস্কারপ্রাপ্তরা হলেন- লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির ও কবি জুলফিকার মতিন। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রফিক কায়সার পাচ্ছেন ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’, শাহরিয়ার কবির পাচ্ছেন ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’ ও জুলফিকার মতিন পাচ্ছেন ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’।

জানা যায়, ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় পুরস্কার তিনটি প্রদান করা হবে। সত্তরের দশক থেকে সাহিত্য অঙ্গনে যাত্রা শুরু করেন রফিক কায়সার। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সত্তরের দশক থেকে শিশুদের জন্য লিখছেন গল্প ও উপন্যাস। আর ষাটের দশক থেকে বাংলা সাহিত্যে বিচরণ করছেন কবি জুলফিকার মতিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলা-একাডেমি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ