Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় কৃষকদের স্মারকলিপি পেশ ও সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ৭:৫১ পিএম

কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়ন কৃষক সমিতির উদ্যোগে গতকাল রবিবার বেলা ১১.৩০ মিনিটে সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষকসমিতি চাকামইয়া ইউনিয়ন শাখার আহবায়ক বাসদ নেতা মো: আতাজুল ইসলাম । অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, কৃষকসমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জিএম মাহবুবুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আমতলী উপজেলার বিশিষ্ট নেতা খান মো: মতিউর রহমান, সমাজসেবক ও সংবাদ কর্মী নয়নাভিরাম গাঈন প্রমূখ।

কৃষক সমাবেশে বক্তারা বলেন, চাকামইয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন থাকা সত্বেও চেয়ারম্যান কলাপাড়া পৌরশহরের তার নিজস্ব অফিসে এর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । এতে কৃষক সহ চাকামইয়া ইউনিয়নের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে । তারা অবিলম্বে নির্ধারিত জায়গায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার দাবী জানান । তারা আরো বলেন, ওই ইউনিয়নের অধিকাংশ সড়ক কাঁচা, ফলে বৃষ্টির দিনে তাদের অনেক কষ্ট করতে হয়। এছাড়া বিভিন্ন স্থানের স্লুইসগেট স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রনে থাকায় কৃষক চাষাবাদের সময় প্রয়োজন অনুযায়ী পানি পাচ্ছেন না।

সমাবেশ শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে জনসংখা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাসহ ১০ দফা দাবী সংবলিত বিভিন্ন দাবী-দাওয়া উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ