Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম থেকে লাইটার জাহাজ ও লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মজুরি বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটে চট্টগ্রাম থেকে সব ধরনের লাইটার জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দাবি আদায়ে সোমবার রাত ১২টা থেকে লাগাতার এই কর্মসূচি পালন করছেন নৌযান শ্রমিকরা। একই দাবিতে সারাদেশে নৌশ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে প্রধান বন্দরগুলো। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসা খাদ্যশস্য ও পণ্যবাহী মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস করা হয় লাইটার জাহাজে। এসব জাহাজ চলাচল বন্ধ থাকায় বন্দরে ভোগ্য পণ্য ও বিভিন্ন শিল্পের কাঁচামাল খালাস কার্যত বন্ধ হয়ে গেছে। সংগ্রাম পরিষদের আহ্বায়ক ওয়েজুল ইসলাম জানান, শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম থেকে সব ধরনের লাইটার জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ আছে। এখনও কোনো আলোচনার প্রস্তাব আসেনি দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে। সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে তাদের এ কর্মসূচি জানিয়ে তিনি বলেন, তেল পরিবহনকারী ট্যাংকার মালিকরা মজুরি বাড়ানোর কারণে অয়েল ট্যাংকারের শ্রমিকরা কর্মবিরতি পালন করছে না। এর আগে গত ২০ এপ্রিল মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে ধর্মঘট পালন শুরু করেছিলেন নৌযান শ্রমিকরা। ছয় দিনের মাথায় মালিক ও শ্রমিকদের নিয়ে নৌমন্ত্রীর বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ