Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটঘরিয়ার দাতব্য হোমিও চিকিৎসালয়ের যাত্রা শুরু

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

পাবনার আটঘরিয়া উপজেলার হাড়লপাড়ায় হোমিও দাতব্য চিকিৎসালয়ের যাত্রা শুরু হয়েছে। ফুরফুরা শরীফের অন্যতম খলিফা মরহুম ইয়াদগারে মাওলানা কবির উদ্দিন (রহ.)-এর সৌজন্যে হাড়লপাড়ায় হোমিও দাতব্য চিকিৎসালয়ে ফ্রি হোমিও চিকিৎসা দেয়া হচ্ছে। পহেলা ডিসেম্বর ফুরফুরা শরীফের পীর আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশী উক্ত হোমিও দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করেন। হোমিও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধনের পর থেকেই ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতি শুক্রবার সকাল ৮টা হতে ১১টা পর্যন্ত চিকিৎসা সেবা দিচ্ছেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মো. আখতারুজ্জামান বাদশা। চিকিৎসা কাজে তাকে সহযোগিতা করছেন ডা. মাহমুদুল হক মানিক।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেখানে নানা বয়সের নারী-পুরুষ রোগীর ভীড়। ডা. আখতারুজ্জামান বাদশা জানান, এখানে গরীব রোগীদের সংখ্যাই বেশি। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে রোগীরা খুশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ