Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক ইউপি মেম্বারের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বেগমগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার শামছুল হকের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত সাড়ে ৩ টার দিকে মুখোশপরা একদল ডাকাত ওই বাড়িতে হানা দেয়। তারা জোরপূর্বক ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে সাব-ইন্সপেক্টর জালালকে পাঠানো হয়েছে। তিনি আসলে বিস্তারিত বলা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ