Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আরো ২৫ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ২১৭ জন। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শুক্রবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ৯ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ১ জন ও সিলেটে ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৫৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। তবে ১৪ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ লাখ ৫০ হাজার ৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ০২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, বিশ্বেব্যাপী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৫২ লাখ ৮২ হাজার ৭৯৮ জন। একই সময় পর্যন্ত সারা বিশ্বে করোনার ছোবলে মারা গেছেন ১৬ লাখ ৬৮ হাজার ৩৫৬ জন।
যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।
এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৭৭০ জন। মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯২৮ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২ লাখ ৯১ হাজারের বেশি রোগী। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৭৯ হাজার ৪৪৭ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪৪ হাজার ৮২৯ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লাখ ২০ হাজার ৮২৭ জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭১ লাখ ১১ হাজার ৫২৭ জন। মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৮৭৬ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১ লাখ ৭৭ হাজার ৭০২ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। ছয় নম্বরে অবস্থান যুক্তরাজ্যের। সাতে ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম স্থানে। দেশে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ১৯২ জন এবং চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইতোমধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে তান্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাসটি। বাংলাদেশে প্রথম করোনা ধরা পড়ে চলতি বছরের ৮ মার্চ। তবে প্রথম মৃত্যুবরণ করেন ১৮ মার্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ