বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও মাস্ক পরা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে অভিযান পরিচালিত হয়।
এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আলমগীর নগরীর ফয়েসলেক ও চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ১৫ জন কে ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর সিআরবি,জাম্বুরী পার্ক ও শিশু পার্কে মাস্ক না পরার কারণে ২০ জনকে ৩০০০ টাকা অর্থদণ্ড করেন।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নগরীর জিইসি মোড় এলাকায় মাস্ক না পরায় বাস ড্রাইভার সহ ১৫ জনকে ৩১৬০ টাকা অর্থদণ্ড দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন,সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে বিনোদন কেন্দ্রগুলোতে ভীড় লেগে থাকে। স্বাস্থ বিধির তোয়াক্কা না করে,সামাজিক দুরত্ব বজায় না রেখে ও মাস্ক না পরে ঘুরে বেড়ায় যা খুবই ঝুকিপূর্ণ ও করোনা সংক্রমণের হার বাড়াতে ভূমিকা পালন করে। অবহেলা করে মাস্ক না পরায় অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন,মোবাইল কোর্ট পরিচালনা করার ফলে মাস্কের ব্যবহার বৃদ্ধি পেয়েছে যা ইতিবাচক।বিনোদন কেন্দ্রগুলোতে মাস্ক পরা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনিটরিং করে' নো মাস্ক নো এন্ট্রি' স্লোগানকে বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।