Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালপুর পৌরসভা নির্বাচন আবারো নৌকা পেতে চায় লিলি

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১:১০ পিএম

নাটোরের গোপালপুর পৌরসভার নির্বাচন জমে উঠেছে। তফসিল অনুযায়ী গোপালপুর পৌরসভায় আগামী ২০২১ সালের ১৬ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। আসন্ন নির্র্বাচনে আবারো নৌকা প্রতিক পেতে চান গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতিকের মেয়র পদপ্রার্থী রোকসানা মুুর্তজা লিলি। তিনি বলেছেনে,‘বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বতে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে। কিন্তু দুঃখের বিষয় গোপালপুরের এই পৌরসভা আজও অবহেলিত। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এই পৌরসভাকে আধুনিক ও পরিছন্ন পৌরসভা হিসেবে গড়তে তিনি আবোরো নৌকা প্রতিক চান। তিনি আরো বলেন,‘ এর আগেও বঙ্গবন্ধু কন্যা তাকে বিশ্বাস করে নৌকা প্রতিক দিয়েছিলেন কিন্তু দলীয় অন্তঃ কোন্দলের কারনে বিগত নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। কিন্তু এইবার তৃণমূল ভোটার থেকে দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন। তিনি মনোনয়ন পেলে সকল বিভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয় ছিনিয়ে আনবেন এবং এই পৌরসভাকে জননেত্রীকে উপহার দিবেন।’
সকালে পৌর এলাকায় মাক্স বিতরনে গিয়ে তিনি এসকল কথা বলে। এসময় তিনি কর্মীসমর্থকদের উদ্দেশ্যে বলেন,‘ আপনারা কেউ হতাশ হবেন না। আপনার আমার উপরে আ¯'া রাখবেন এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। ইনশাল্লা বঙ্গবন্ধু কণ্যা আমাকে নৌকা প্রতিক দিয়ে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করার সূযোগ দিবেন। ’
পৌরসভা নির্বাচনের দ্বিতীয় দফায় তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে উঠেছে গোপালপুর পৌরসভার নির্বাচনী মাঠ। পৌরনির্বাচন ঘিরে ইতোমধ্যে সরগরম তৃণমূলের রাজনীতি। ভোট সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা। গণসংযোগের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে মেয়র প্রার্থীরা শুরু করেছেন লবিং।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ