Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে

বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:২০ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ এক যুক্ত বিবৃতি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপূরী, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান ও মুফতী সাঈদ নূর। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মাওলানা মামুনুল হক একজন উদীয়মান ও জনপ্রিয় রাজনীতিবিদ। তার জনপ্রিয়তায় ঈর্ষান্নীত হয়ে একটি গোষ্ঠী নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর মৃত্যুকে হত্যার অভিযোগ করে মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। যা কোনো ধর্মপ্রাণ মানুষ মেনে নিতে পারে না। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় দেশের তাওহিদী জনতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ষড়যন্ত্র করে মামলা দিয়ে মামুনুল হকের অগ্রযাত্রা ও কন্ঠকে স্তবদ্ধ করা যাবে না।

 



 

Show all comments
  • Morshed ১৮ ডিসেম্বর, ২০২০, ১১:১০ এএম says : 0
    Koier tele koi vaja habe abar
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ