Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীঘ্রই জনগনকে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে উৎখাত করা হবে: শাহিন শওকত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ৫:০৩ পিএম

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেছেন, এই দেশে কোন গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই। দিন দুপরে মানুষকে গুম খুন করা হচ্ছে। কিছু অংশ সৈরশাসনের নেতাদের দিয়ে জনগনের বাক স্বাধীনতা হরন করে, জন গনের রুজি রোজগার হরন করে উন্নয়নের নামে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে আছে। তাই শীঘ্রই জনগনকে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে উৎখাত করা হবে। বৃহষ্পতিবার বেলা ১২টায় নওগাঁয় জেলা বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরনের উদ্বোধন ও মাস্ক বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষনা দিয়েছিল। এই বিজয় দিবস ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জন হয়েছে। এই বিজয় দিবস মুক্তিকামী মানুষের বিজয় দিবস। এসময় জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে ১ম যুগ্ন-আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন ও এ্যাড: রফিকুল আলম, পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক এমপি রায়হান আকতার রনি, সাবেক যুগ্ন-আহবায়ক শহিদুল ইসলাম টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ভিপি রানা ও জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশসহ জেলা বিএনপির সদস্যরা, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Nadim ahmed ১৭ ডিসেম্বর, ২০২০, ৫:১২ পিএম says : 0
    বাজে কথা বলার জায়গা পাওনা, তোমাদের অত মুরোদ আছে? তোমাদের বিশ্বাসঘাতকতার সুযোগে আজ আওয়ামীলীগ দেশকে খেয়ে খোকলা করে দিয়ে চরম বিপদসংকুল অবস্হায় নিয়ে গেল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ