Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ডিআরইউ’র সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক শাহ আলম নূর, দপ্তর সম্পাদক মোঃ জাফর ইকবাল, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, আজিজুর রহমান (রহমান আজিজ), রুমানা জামান, মো. মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ডিআরইউ’র সাবেক কার্যনিবাহী সদস্য আয়াতুল্লাহ আক্তারসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল নসরুল হামিদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘গেরিলা’ প্রদর্শিত হয়। কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে চলচ্চিত্র ‘জয়যাত্রা’ ও ‘আগুনের পরশমনি’ প্রদর্শিত হবে। কর্মসূচির শেষ দিন ১৮ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে আলোচনায় অংশ নেবেন সংগঠনের সিনিয়র সদস্যরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ