Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাডউইক বোজম্যান রূপায়িত চরিত্র ফিরবে না ‘ব্ল্যাক প্যান্থার টু’তে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

মারভেল স্টুডিওজের প্রধান কেভিন ফাইগি জানিয়েছেন সুপারহিরো চলচ্চিত্র ‘ব্ল্যাক প্যান্থার’-এর সিকুয়েলে চ্যাডউইক বোজম্যান রূপায়িত কেন্দ্রীয় চরিত্রটি ফিরবে না। বোজম্যানের মৃত্যুর কারণে চরিত্রটিকে আপাতত বিদায় দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফাইগি ডিজনির বিনিয়োগকারীদের জন্য এক সভায় জানান আফ্রিকার কল্পিত দেশ ওয়াকান্ডার গর্বিত শক্তিশালী নেতার ভূমিকায় বোজম্যানের পারফরমেন্স বিশ্বাসযোগ্য হয়েছে যে তার জায়গায় অন্য কাউকে নেয়া অসম্ভব। বোজম্যান চার বছর কোলন ক্যানসারে ভোগার পর গত আগস্টে মারা যান। তার এই রোগের কথা আগে গোপন রাখা হয়েছিল। ফাইগি জানান তারা বোজম্যানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রথম পর্বে ওয়াকান্ডার অসাধারণ আর বিচিত্র চরিত্রগুলোকে আরও বিশদ করে তুলে ধরবে। তিনি এই বিষয়ে আর কিছু না জানালেও জানিয়েছেন ২০২২ সালের জুলাইতে ফিল্মটি মুক্তি পাবে। মাস খানেক আগে গুজব রটে সিকুয়েলে বোজম্যানের ডিজিটাল ডাবল ব্যবহার করা হবে। তবে প্রথম পর্বের নির্বাহী প্রযোজক ভিক্টোরিয়া আলোনজো তা অস্বীকার করেন। তিনি জানান নির্মাতারা কাহিনী কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য সময় নেয়া হয়েছে। বোজম্যান অভিনীত শেষ ফিল্ম মা রেইনি পরিচালিত ‘বø্যাক বটম’ ১৮ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ