Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশে নাজুক অবস্থা বিরাজ করছে ছাত্র জমিয়ত বাংলাদেশ

বিজয় দিবসের আলোচনা সভায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৮:০৫ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম বলেছেন, আমরা এমনি এক মুহূর্তে বিজয় দিবস উৎযাপন করছি যখন দেশের পরিস্থিতি খুবই নাজুক অবস্থা বিরাজ করছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়ছে। স্বাধীন দেশে থেকেও আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না। বিজয় দিবস পালন উপলক্ষে গতকাল ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত মুক্তিযুদ্ধের বীর শহীদদের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বিকেলে রাজধানীর পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন আল আদনানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন,জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতী আতাউর রহমান খান,মাওলানা খাইরুল ইসলাম, ছাত্র জমিয়ত সহসভাপতি হাফেজ মুহাম্মদ, মোশাররফ হোসাইন, সাজ্জাদ আহমদ ও মাহবুবুর রহমান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ