বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লোহাগড়ার মাকড়াইল গ্রামের ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামী ৩৪ বছর পর আটক হয়েছে। আটক এই আসামীর নাম নুরুল ইসলাম (৫৮)। সে ওই গ্রামের রাইজেল মোল্লার ছেলে। গত সোমবার লোহাগড়া থানা পুলিশ তাকে মাগুরা থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে- ১৯৮৬ সালে নুরুল ইসলাম ঢাকার টঙ্গীতে ‘ঢাকা সিরামিক’ নামক একটি কোম্পানীতে পিয়ন পদে চাকরি করতো। ওই সময় সে কোম্পানীর ১০ হাজার টাকা ও একটি বাই সাইকেল চুরি করে পালিয়ে আসে। এ ঘটনায় কোম্পানী তার নামে টঙ্গী থানায় ওই বছরের জুন মাসে একটি চুরি মামলা করে। মামলা নং ১৫। তবে মামলা দায়েরের পর থেকে নুরুল ইসলাম কখনও আদালতে হাজিরা দেয়নি। তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চলতে থাকে।
এ অবস্থায় গত ১৯৯৪ সালে গাজীপুরের ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট শশী কুমার সিংহ দন্ডবিধির ৪০৮ ধারায় দোষী সাব্যস্থ্য করে তাকে ২ বছরের কারাদÐ দেন। তবে নুরুল ইসলাম গাজীপুর থেকে পালিয়ে আসার পর থেকেই মাগুরা শহরে শ্বশুর বাড়ি থেকে পত্রিকা বিক্রির কাজে নিয়োজিত হয়।
ফলে তার বিরুদ্ধে দেয়া সাজা পরোয়ানা তার গ্রামের বাড়িতে আসলেও পুলিশ তাকে খুঁজে পায়নি। তার বিরুদ্ধে পাঠানো সাজা পরোয়ানা তামিলের জন্য এ পর্যন্ত ১২০ জন পরোয়ানা তামিল কর্মকর্তা পরিবর্তন হয়েছে। অবশেষে ৩৪ বছর পালিয়ে থাকার পর গতকাল লোহাগড়া থানার পুলিশ মাগুরা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান নুরুল ইসলামকে আটকের বিষয়টি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।